ঢাকা: বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন নৌ-বাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।
মঙ্গলবার (১৭ আগস্ট) তাকে নিয়োগ দিয়ে তার চাকরি জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অপর আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রধান বর্জ্য ব্যবস্থাপনার কর্মকর্তা নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন এস এম শরিফ-উল ইসলাম। তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি স্থানীয় সরকার বিভাগের ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এমআইএইচ/এমজেএফ