রাঙামাটি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙামাটির সবচেয়ে উঁচু পাহাড় ফুরোমনকে শত বৃক্ষে সাজানো হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগ এ কর্মসূচি পালন করে।
প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন- রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জন্মশত বার্ষিকী উপলক্ষে রাঙামাটির সবচেয়ে (ছয় কিলোমিটার দৈর্ঘ্যের) উঁচু পাহাড়ে শত বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ পাহাড়ে বৃক্ষ রোপণের মূল উদ্দেশ্য হলো পাহাড়টিকে পর্যটন সম্ভাবনাময় ও দৃষ্টিনন্দন এলাকা হিসেবে গড়ে তোলা। ভবিষ্যতে পাহাড়টিকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ অনেকে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এসআই