ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে এক ব্যক্তির মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে এক ব্যক্তির মরদেহ 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, সন্ধ্যায় স্থানীয়রা খেয়াঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে পাঞ্জাবি ও লুঙ্গি পরা এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।