ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসক নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, যে হাসপাতালে খালেদা জিয়া করোনা চিকিৎসা নিয়েছিলেন সেই হাসপাতাল থেকে সর্বশেষ লিখিতভাবে যে রিপোর্ট দিয়েছে সেখানে তারা রিকমেন্ড করেছেন।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এ সব কথা বলেন ডা. জাহিদ।
তিনি বলেন, করোনা থেকে সুস্থ হওয়ার পর তিনি করোনা পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। এখন সেগুলো থেকে কিছুটা ভালো আছেন। তবে আগে বার্ধক্যজনিত যেসব সমস্যা ছিলো সেগুলো এখনও আছে। তাই তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার যে সুপারিশ করেছিলেন আমরা মনে করি সেটি এখনও প্রয়োজন আছে।
খালেদা জিয়ার পক্ষ থেকে দোয়া চেয়ে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, করোনার টিকা নেওয়ার পরও অনেকে আক্রান্ত হচ্ছেন। পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়। তাই তিনি যেন ভালো থাকতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন।
চেয়ারপারসনের বাসায় যারা থাকেন তাদের মধ্যে পাঁচজন আজ (বুধবার) করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বলেও জানান ডা. জাহিদ হোসেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এমএইচ/ওএইচ/