চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় ফসিউদ্দিন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নাচোল আড্ডা সড়কের বেনীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফসিউদ্দিন নাচোল উপজেলার সদর ইউনিয়নের আন্ধরাইল গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল অহাব বাংলানিউজকে জানান, একটি ভুটভুটি সাইকেল চালক ফসিউদ্দিনকে ধাক্কা দেয়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী ভোলামোড়ে গরুভর্তি ভুটভুটিটি আটক করে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এনটি