ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
পাকুন্দিয়ায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর মোবারক হোসেন (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় জনগণ।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরটেকি এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোবারক হোসেন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা এলাকার বকুল ব্যাপারীর ছেলে। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে দুই বন্ধুসহ মোবারক ডিঙ্গি নৌকায় করে উপজেলার চরটেকি এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদ পাড় হচ্ছিলেন। এসময় ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। পরে নৌকার মাঝি ও মোবারকের দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও মোবারক পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু ওইদিন সন্ধ্যা পর্যন্ত মোবারকের কোনো সন্ধান মেলেনি। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দক্ষিণে উপজেলার চরটেকি এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে মোবারকের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।