ঢাকা: রাজধানীর শাহ আলী ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
নারী পাচারকারী চক্রের ওই দুইজন হলেন-তানিয়া আক্তার কাজল (৩০) ও বীথি আক্তার (২৫)।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে ওই তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাসপোর্ট, ভিসা কার্ড এবং দুটি মোবাইল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা নিজেদের পাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তারা দরিদ্র পরিবারের তরুণীদের টার্গেট করেন। এরপর ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেন। দেশে ২০-২৫ জন এই চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন তারা।
![](https://banglanews24.com/public/userfiles/images/AAT-5/Photo-1/12/17AAT/2-women-r-ab-2.jpg)
র্যাব জানায়, নারী পাচারকারী চক্রটি ঢাকা এবং মুন্সিগঞ্জ জেলার বেশ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে। আটকদের বিরুদ্ধে আইিন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসজেএ/এএটি