ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নারী পাচারকারী চক্রের ২ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
নারী পাচারকারী চক্রের ২ সদস্য আটক

ঢাকা: রাজধানীর শাহ আলী ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

নারী পাচারকারী চক্রের ওই দুইজন হলেন-তানিয়া আক্তার কাজল (৩০) ও বীথি আক্তার (২৫)।



বুধবার (১৮ আগস্ট) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে ওই তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাসপোর্ট, ভিসা কার্ড এবং দুটি মোবাইল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা নিজেদের পাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তারা দরিদ্র পরিবারের তরুণীদের টার্গেট করেন। এরপর ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেন। দেশে ২০-২৫ জন এই চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন তারা। এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, সাম্প্রতিক সময়ে চক্রটি এক তরুণীকে মিরপুর থেকে প্রাইভেটকার যোগে ঝিনাইদহের সীমান্তবর্তী এলাকায় নিয়ে যায়। সেখানে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতের নারী পাচারকারী চক্রের এজেন্টের কাছে তুলে দেয়। জনপ্রতি ১ লাখেরও বেশি টাকায় নারীদের বিক্রি করে বলে জানিয়েছেন তারা।  

র‌্যাব জানায়, নারী পাচারকারী চক্রটি ঢাকা এবং মুন্সিগঞ্জ জেলার বেশ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে। আটকদের বিরুদ্ধে আইিন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।