ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের বিরুদ্ধে হুইপের মামলায় সিইউজের নিন্দা

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
সাংবাদিকদের বিরুদ্ধে হুইপের মামলায় সিইউজের নিন্দা লোগো।

চট্টগ্রাম: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে সদস্য মোহাম্মদ সেলিম, এসএম রানাসহ চারটি পত্রিকা, একটি টিভি চ্যানেল ও একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে হুইপ সামশুল হকের দায়ের করা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। অবিলম্বে এ মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন সিইউজে নেতৃবৃন্দ।

বুধবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, কারো ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে স্বনামধন্য সম্পাদক ও সাংবাদিকদের মামলার আসামি করা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের বিষয়। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

নেতৃবৃন্দ অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।