ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মূল্যস্ফীতি সহনীয় রাখার তাগিদ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
মূল্যস্ফীতি সহনীয় রাখার তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকা: দারিদ্র্যের হার কমানো এবং মূল্যস্ফীতি সহনীয় রাখার জন্য সংশ্লিষ্টদের কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ আগস্ট) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সচিব-সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার কারণে সারা পৃথিবীতেই যেহেতু সমস্যা, সেখানে কিন্ত দারিদ্র্যের হার সব জায়গায় বেড়ে যাচ্ছে। আমরা দারিদ্র্যের হার ২০ শতাংশে নামিয়ে এনেছিলাম। আমাদের লক্ষ্য ছিল, এ সময়ের মধ্যে অন্তত ১৭ শতাংশে নামিয়ে আনবো। আমাদের এ ব্যাপারে আরও আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। কোনোমতেই যেন আমাদের দারিদ্র্যের হার না বাড়ে, মূল্যস্ফীতি যেন সহনীয় থাকে।

প্রধানমন্ত্রী বলেন, দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতেই হবে। সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সার্বিকভাবে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের জিডিপি আট শতাংশ পর্যন্ত তুলে ফেলেছিলাম। করোনা যদি না হতো, তাহলে আমরা সেগুলো ধরে রাখতে পারতাম।

করোনা- এমন মহামারি দেখা দিল, যার ফলে আমরা কিছুটা বাধাগ্রস্ত হলাম। তারপরও আমরা বলবো, আজকের বাংলাদেশ এ করোনাকালেও আমাদের অর্থনীতি গতিশীল আছে, যোগ করেন প্রধানমন্ত্রী।

সচিব সভায় স্বল্পোন্নত দেশের (এলডিসি) চ্যালেঞ্জ, ডেল্টা প্ল্যান, সবার জন্য টিকা নিশ্চিতকরণ, খাদ্য নিশ্চিতে গবেষণা, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে সমন্বয় নিয়ে আলোচনা হয়। কৃষি যান্ত্রিকীকরণ নিয়েও সভায় আলোচনা হয়।

প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) বাস্তবায়নে সচিবদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি ও প্রণোদনা দেওয়ার বিষয়েও সচিব সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।