ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মহান পিতার দেখানো পথেই প্রধানমন্ত্রী: পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
মহান পিতার দেখানো পথেই প্রধানমন্ত্রী: পরিকল্পনামন্ত্রী

ঢাকা: বঙ্গবন্ধুকে দুই একবার কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি। তবে দেশরত্ন ও জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে দেশের জন্য কাজ করার সৌভাগ্য হয়েছে।

তাতে আমার কাছে মনে হয়েছে, মহান পিতার দেখানো পথেই চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখা এক স্মরণ সভায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা, শহরের পাশাপাশি গ্রামের কৃষক, শ্রমিক, জেলে, কামার, কুমারসহ সবাইকে পণ্য উৎপাদনের মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু সর্বাত্মক চেষ্টা করেছেন। আমাদের প্রধানমন্ত্রীও একই পথে হাঁটছেন।

মন্ত্রী আরো বলেন, গ্রাম উন্নয়নের এক সামষ্টিক কর্মসূচি গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু। আর এই কর্মসূচির উল্লেখযোগ্য পদক্ষেপগুলো ছিল- গ্রামীণ অবকাঠামো নির্মাণ, গ্রাম সমবায়, কুটিরশিল্প স্থাপন, চাষাবাদ পদ্ধতির আধুনিকায়ন করে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের জন্য শস্যের ন্যায্যমূল্য নির্ধারণ। গ্রাম উন্নয়ন, কৃষির উন্নয়ন, মেহনতী মানুষের আয় ও জীবনযাত্রার মানোন্নয়ন, সম্পদের সুষ্ঠু বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোই ছিল বঙ্গবন্ধুর ভাবনায়। বঙ্গবন্ধু গ্রাম উন্নয়নের পাশাপাশি শিল্পক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি সাধনের লক্ষ্যে বড় বড় শিল্প-কারখানা, ব্যাংক, বীমা ও বৈদেশিক বাণিজ্যের একাংশ জাতীয়করণের আওতায় নিয়ে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে কাজগুলো বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধুর ছায়া দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর নানা পদক্ষেপের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এমআইএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।