ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

করোনার নমুনা সংগ্রহের বুথে বসে মাদক সেবন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
করোনার নমুনা সংগ্রহের বুথে বসে মাদক সেবন!

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা নমুনা সংগ্রহ বুথে বসে মাদক সেবনের অভিযোগ উঠেছে দুই অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। তারা নিয়মিত সেখানে সহযোগীদের নিয়ে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত দুই অ্যাম্বুলেন্স চালক হলেন- রামেক হাসপাতালের জরুরি বিভাগের অ্যাম্বুলেন্স চালক এনতাজুল হক (৪৮) ও নগরীর একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক বিপ্লব হোসেন (৫০)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের কর্মকর্তাদের অভিযোগ, অভিযুক্ত দু'জন অ্যাম্বুলেন্স চালক দীর্ঘদিন ধরে করোনার নমুনার কক্ষে এসে মাদক সেবন করেন। বিভিন্ন সময় তারা সহযোগীদের নিয়ে মাদক সেবন করতে আসেন। হাসপাতালের কর্মকর্তারা নিষেধ করলেও তারা কর্ণপাত করেন না।

এ বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বাংলানিউজকে বলেন, এ বিষয়টি এখনও আমি জানি না। তবে এটি সত্য হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।