ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের ছুরিকাঘাতে আবু কাউসার (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ আগস্ট) রাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাউসার মাদকাসক্ত ছিলো। এ নিয়ে পরিবারে কলহ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় কাউসার নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রী আনোয়ারা বেগমকে মারধর করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কাউসারের ছোট ছেলে পিত্তি তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য নিহতের স্ত্রী ও বড় ছেলেকে থানায় আনা হয়েছে। অভিযুক্ত ছোট ছেলেকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
আরএ