ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিদেশ ভ্রমণে গিয়ে মদ কিনে আনতেন হেলেনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
বিদেশ ভ্রমণে গিয়ে মদ কিনে আনতেন হেলেনা

ঢাকা: বিদেশ ভ্রমণে গিয়ে বিভিন্ন দেশের বিমানবন্দর থেকে মদ কিনে আনতেন হেলেনা জাহাঙ্গীর। সেসব মদ নিজের বাসায় রাখতেন বলে আদালতে স্বীকার করেন তিনি।

বুধবার (১৮ আগস্ট) রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হেলেনা জাহাঙ্গীর।

জবানবন্দিতে হেলেনা উল্লেখ করেন, তিনি প্রায়ই বিভিন্ন দেশ ভ্রমণ করতেন। ভ্রমণ শেষে দেশে ফেরার সময় বিভিন্ন দেশের এয়ারপোর্ট থেকে তিনি বিদেশি মদ কিনে আনতেন এবং সেই মদগুলো তার নিজের বাসায় রাখতেন। এই বিদেশি মদের গুলোই অভিযানের সময় তার বাসা থেকে উদ্ধার করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, হেলানা জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্য প্রাণী সংরক্ষণ আইন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলাগুলো বর্তমানে তদন্ত করছে সিআইডি। মামলার একমাত্র এজাহারনামীয় এবং গ্রেফতার আসামি হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য সর্বশেষ ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বুধবার (১৮ আগস্ট) তাকে আদালতে হাজির করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো.আজাদ রহমান জানান, ৩ দিনের পুলিশ রিমান্ড শেষে হেলেনা জাহাঙ্গীরকে আদালতে পাঠানো হলে একটি মামলায় তিনি তার নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাতে রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী এবং অবৈধভাবে সংরক্ষণ করা হরিণের চামড়া উদ্ধার করা হয়। এছাড়া তার বাসা থেকে বিভিন্ন দেশের মুদ্রা, ওয়াকিটকি, ড্রোন ও বিপুল পরিমাণ ছুরি উদ্ধার করা হয়।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা দায়ের করা হয়। এছাড়া বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ চারটি ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, সরকারি অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া জয়যাত্রা টিভি সম্প্রচারসহ প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালনা করার অভিযোগে পল্লবী থানার মামলায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে এই মামলা হয়। একই থানায় জয়যাত্রা টিভির সাংবাদিক আব্দুর রহমান তুহিন তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করেন।

জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি আওয়ামী লীগের উপকমিটির সদস্য হয়েছিলেন। সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।