জামালপুর: মাত্র ২০ ঘণ্টার মধ্যেই বকশীগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলার এফআইআর ও অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১২টার ঘটনা মামলা হয় বিকেল ৪টায়।
তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মামলার প্রধান আসামি কোরবান আলীকে গ্রেফতার করে পুলিশ। এরইমধ্যে মামলা তদন্ত কাজ শেষ করে অভিযোগপত্র দাখিলের অনুমতি চান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) ফিরোজ।
আসামিকে জিজ্ঞাসাবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারভিশন শেষে আজ সকাল ৯টায় অভিযোগপত্রসহ আসামিকে আদালতে পাঠান এসআই ফিরোজ।
মামালার বিবরণীতে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বাঁশকান্দা গ্রামের এনামুল হকের মেয়ে রনিকার সঙ্গে বিয়ে হয় মেরুরচর ইউনিয়নের বেতমারী গ্রামের আব্দুল মজিদের ছেলে কোরবান আলীর। বিয়ের পর থেকেই রনিকাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল কোরবান আলী। মঙ্গলবার দুপুরে কোরবান আলী শ্বশুরবাড়িতে এসে রনিকাকে ব্যাপক মারধর করলে কোরবান আলীকে আটকে রেখে পুলিশকে খবর দেয় রনিকার পরিবার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কোরবান আলীকে আটক করে পুলিশ। বিকেলে রনিকা বাদী হয়ে থানায় মামলা করলে ২০ ঘণ্টার মধ্যেই তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
দ্রুত আইনি ব্যবস্থা ও অভিযোগপত্র দাখিল করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মামলার বাদী নির্যাতিত রনিকা বেগম জানান, পুলিশ খুবই মানবিকভাবে ভাবে আমার পাশে দাঁড়িয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বাংলানিউজকে জানান, জামালপুর পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা দ্রুত সময়ে অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হয়েছি।
বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
আরএ