বরিশাল: বরিশাল সদর উপজেলার ইউএনওর বাসভনে হামলার ঘটনায় এ পযর্ন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৩ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
তিনি বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালানা করে ১৩ জনকে আটক করেছি।
থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটকদের মধ্যে রয়েছে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ছাত্রলীগের সহ-সভাপতি অলিউল্লাহ অলি, ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৩ জন।
এদিকে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ওসি।
আরো পড়ুন >>>
প্রধানমন্ত্রীর কাছে রেজিগনেশন লেটার দিয়ে দেবো: সিটি মেয়র সাদিক
গুলিবর্ষণের ঘটনা নিয়ে যা বললেন সিটি মেয়র সাদিক
বরিশালের মেয়র গুলিবিদ্ধ, দাবি ছাত্রলীগের
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এমএস/কেএআর