ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ...

ঢাকা: রাজধানীর শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৯টায় শনির আখড়া জিয়া স্মরণিতে এ ঘটনা ঘটে।

মৃত জাবেদ লক্ষীপুর সদর উপজেলার জহির হোসেনের ছেলে।

জানা যায়, জিয়া স্মরণির মক্কা টাওয়ারের চারতলা ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন জাবেদসহ অন্য শ্রমিকরা। এ সময় ভবনের নিচ থেকে রশি বেধে ছাদে রড ওঠানের সময় বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হন জাবেদ, রুহুল আমিন ও জাহাঙ্গীর। অন্য দু’জনের তেমন ক্ষতি না হলেও জাবেদ অচেতন হয়ে পড়েন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরির্দশক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, জাবেদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর রুহুল আমিন ও জাহাঙ্গীর আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।