ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে লঞ্চ-বাস চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
বরিশালে লঞ্চ-বাস চলাচল শুরু বরিশালে লঞ্চ-বাস চলাচল শুরু। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশা‌লে বাস ও লঞ্চ চলাচ‌ল শুরু হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বরিশার সিটি করপোরেশনের মেয়র সে‌রনিয়াবাত সা‌দিক আব্দুল্লার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় বলে নিশ্চিত করেন বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।

তিনি জানান, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহারিয়ার বাবু গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বুধবার রাত ১২টা থেকে বরিশালের সকল রুটে বাস চলাচল বন্ধ রাখে। তবে যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে মেয়র হামলাকারীদের শাস্তির আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

এদি‌কে বেলা ১টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ'র পরিদর্শক কবির হোসেন। তিনি জানান, শ্রমিকরা লঞ্চ চলাচল শুরু করেছেন। এখন স্বাভাবিক নিয়মে চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।