ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাসানচর থেকে পালানোর সময় ১১ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
ভাসানচর থেকে পালানোর সময় ১১ রোহিঙ্গা আটক আটক ১১ জনের মধ্যে পাঁচজন

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে যাওয়ার সময় ছয় রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের পালিয়ে যেতে সহায়তাকারী পাঁচ রোহিঙ্গা দালালকেও আটক করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) দিনগত রাত ১টা থেকে দেড়টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটক রোহিঙ্গা দালালরা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর ক্লাস্টার নম্বর ২৮ এর ডি-৪ কক্ষের বাসিন্দা ওমর হাকিমের ছেলে জাহিদ হাসান (৩০), ক্লাস্টার নম্বর ২৪ এর সি-১৫ কক্ষের বাসিন্দা আলী আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৮), ক্লাস্টার নম্বর ২৪ এর সি-৫ কক্ষের বাসিন্দা দ্বীন মোহাম্মদের ছেলে সেলিম (১৯), ক্লাস্টার নম্বর ২৪ এর সি-৪ কক্ষের বাসিন্দা আজিমুল্লাহর ছেলে ইসমাইল (২২), ক্লাস্টার নম্বর ৮ এর কে-১০ কক্ষের বাসিন্দা আবু তালেবের ছেলে শফি আলম (৩০)।

পালানোর চেষ্টাকারী রোহিঙ্গা নাগরিকরা হলেন-আব্দুর রহমানের ছেলে সিদ্দিক (৬২), মোহাম্মদ হোছনের মেয়ে সমুদা খাতুন (২০), মো. ইউনুসের ছেলে আজিমুল্লাহ (১৮), ইদ্রিসের স্ত্রী আল মারজান (১৭), সফিউদ্দিন (০২ মাস) ও ওমর ফারুক (০২ মাস)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১১ রোহিঙ্গাকে আটক করে থানায় সোপর্দ করেছে এপিবিএন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।