ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাইতিতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
হাইতিতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা: হাইতিতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

হাইতির পররাষ্ট্রমন্ত্রী ক্লাউড জোসেফকে পাঠানো এক বার্তায় ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তিনি বলেন, যারা এ ভয়াবহ ভূমিকম্পে আহত ও নিহত হয়েছেন, তাদের জন্য আমাদের প্রার্থনা করেছেন। এ কঠিন পরিস্থিতি হাইতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন ড. মোমেন।  

হাইতিতে সাম্প্রতিক ভূমিকম্পে প্রায় ২ হাজার মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৬ হাজার। এ ঘটনায় আরও অনেকেই নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।