ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে মাদকসহ রেবেকা বেগম (৩৫) ও তার স্বামী কাইয়ূম মোল্যাকে (৪৫) আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোরে বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৫৫ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। রেবেকা এলাকায় ‘বিন্দু মাসি’ নামে বেশ পরিচিত।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হোসেন বাংলানিউজকে বলেন, পুলিশ রাতে অভিযান চালিয়ে ভোরে তাদের উপজেলার ছোলনা গ্রাম থেকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকদের ফরিদপুর কোর্টে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এনটি