ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু ...

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে বাসের ধাক্কায় দবির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় মারা যান তিনি।

পথচারী রবিউল ইসলাম জানান, সকালে ওই ব্যক্তি রায়েরবাগ মাতৃসদন হাসপাতাল থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় তিনি। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খবর পেয়ে ঢামেক হাসপাতালে আসেন নিহতের স্বজনরা।

জানা যায়, নিহত দবির কাঠমিস্ত্রীর কাজ করতেন। তিনি ডেমরার ডগাইর নতুনপাড়ায় বসবাস করতেন।

নিহত দবিরের মেয়ে মমতাজ ইসলাম জানান, সকালে করোনা টিকা নেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন । রায়েরবাগে মাতৃসদন হাসপাতালে টিকা নেওয়ার কথা ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।