ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে সাড়ে ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
গোমস্তাপুরে সাড়ে ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল শুভসংঘ

চাঁপাইনবাবগঞ্জ: ‘আমরা হয়তো সকলকেই সাহায্য করতে পারবো না, তবে আমরা কাউকে না কাউকে সাহায্য করতে পারবো। আর এটাই হলো মানবতা’- রোনাল্ড রিগানের এই উক্তি ধরেই দেশব্যাপী মানবিক কাজ করে চলেছে কালের কণ্ঠ শুভসংঘ।

 

বসুন্ধরা গ্রুপের সহায়তায় পর্যায়ক্রমে প্রতিটি জেলার অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ৪৫০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়।  

বৃহস্পতিবার (১৯ আগস্ট) উপজেলার রহনপুর এ বি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও ৫ নম্বর রহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সহায়তা দেওয়া হয়।

মেঘু কর্মকার। বার্ধক্যের কারণে কর্ম করার সক্ষমতা হারিয়েছেন। এখন খুব অসহায় জীবন পার করছেন। বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে তিনি বলেন, এইটা পাইয়্যা ভালো লাগিছে। সংসারের কাজে লাগবে। তোরা সুস্থ থাক। সুখে-শান্তিতে থাক। আরো যেন খাদ্য দেন।

কামরুন্নেছা বেগম নামের এক বৃদ্ধ উপকারভোগী বলেন, হামার কেউ নাই। বাপের ভিটায় খাই। একা মানুষ অনেক দিন খাইতে পারব। এভাবে আমাদের পাশে দাঁড়ালে ভালো হলো। তোমাদের যেনও আল্লা ভালো রাখে। সুস্থ রাখে।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠ শুভসংঘ অসহায় মানুষের দুর্দশা লাঘবের উপহার সামগ্রী দিচ্ছে। করোনার দুর্দিনে এই খাদ্যসামগ্রী দেওয়ার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।  আশা করি তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন বলেন, প্রধানমন্ত্রীর পাশাপাশি আজকে বসুন্ধরা গ্রুপ অসহায়দের খাদ্য সহায়তা দিচ্ছে। আজ আমাদের উপজেলার সাড়ে ৪০০ মানুষকে খাবার দিল। তাই আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মো. মতিউর রহমান খান, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আসগর আলী, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আন সারি, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, শিবগঞ্জ উপজেলা শাখার মো. মাসুদ রানা, গোমস্তাপুর উপজেলার সাংবাদিক আবদুল্লাহ আল মামুন নাহিদ, ইয়াহিয়া খান রুবেল, মনিরুল ইসলাম দোয়েল, শফিকুল ইসলাম, আব্দুস বাসিদ, নূর মোহাম্মদ ও রহনপুর পূণর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের সদস্য সৌরভ, ইসহাক, অভি, অন্তর, মাসির, আতিক, শিমুল, সাজু, রাহিম, রায়হান ও মিনহাজ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।