ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা মধ্যে তদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, করোনায় মৃত তিনজনের মধ্যে দু’জন ময়মনসিংহের ও একজন জামালপুরের। এছাড়া উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ময়মনসিংহের তিনজন ও নেত্রকোনার একজন রয়েছেন।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি আছেন ২৮৬ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এসআই