জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে অল্পের জন্য রক্ষা পেল পঞ্চগর এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি ট্রেন।
শুক্রবার (২০ আগস্ট) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া রেল লাইনে এ ঘটনা ঘটে।
ট্রেনের চালক শাহ আলম বাংলানিউজকে জানান, ট্রেনটি চলছিল ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার গতিতে। সকাল সাড়ে ৬টার দিকে কোকতারা এলাকায় কয়েকজন লোক লাল গামছা নেড়ে ট্রেন থামানোর জন্য সংকেত দেন। এ সময় আমরা ট্রেনের গতি নিয়ন্ত্রণ করি। থামার পর দেখা যায় মাত্র ৫০ গজ দূরেই লাইনের একটা অংশ প্রায় ৮ ইঞ্চি জায়গা ভেঙে রয়েছে।
তিনি জানান, গ্রামবাসীর তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেনের যাত্রীরা।
গ্রামবাসীরা জানায়, স্থানীয় শফিকুল ইসলাম, তার ভাতিজা গোলজার হোসেন ও স্থানীয় তরুণ নাজির হোসেন রেল লাইনের ভাঙা অংশ দেখে ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন। এ সময় ট্রেনটি থামাতে তারা একটি লাল কাপড় নিয়ে বেশ কিছু দূর এগিয়ে যান। আর শফিকুল ও গোলজার লাল গামছা নিয়ে অবস্থান নেন ভাঙা অংশের সামনে।
ট্রেনের যাত্রী মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, সৃষ্টিকর্তা নিজ হাতে আমাদের বাঁচিয়েছেন। ভোরের দিকে ট্রেনটি অনেক জোরে চলছিল। হঠাৎ ব্রেক কষায় বেশ ঝাঁকিও লেগেছিল। আর ট্রেনটি বড় দুর্ঘটনার কবল থেকে যারা রক্ষা করলেন, সেজন্য তাদের অবশ্যই পুরস্কৃত করা দরকার।
ট্রেনে হাজার খানেক যাত্রী ছিলেন বলে জানালেন এর পরিচালক রায়হান মোস্তাফিজ রাজু। তিনি বলেন, ‘গ্রামবাসী সংকেত দিয়েছে বলে দ্রুতগামী ট্রেন থামাতে পেরেছেন লোকো মাস্টার। ’
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ট্রেনটি রওনা দিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এসআরএস/এসআরএস