ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকায় একটি দোতলা ভবনের নিচ তালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আট ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
শুক্রবার (২০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেঞ্জ বাংলানিউজকে বলেন, ওয়ারী এলাকার একটি দোতলা ভবনের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে পৌঁঁছে ৯টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা জায়নি বলেও জানান ডিউটি অফিসার মাহফুজ রিভেঞ্জ।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এসজেএ/আরআইএস