ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

গাইবান্ধা; গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ আগস্ট) দিনগত রাত ৯টার দিকে রংপুর- ঢাকা মহাসড়কে উপজেলার দরবস্ত ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার নাকাইহাট কালুগাড়ী বাসুপাড়া গ্রামের মাহাবুব (২৫), তালুককানুপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামের আব্দুল করিম (৩৮) ও একই ইউনিয়নের সুন্দইল গ্রামের ভুট্টু মিয়া (৩০)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তাজুল ইসলাম জানান, রাতে পায়েল পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস নীলফামারী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে চন্ডিপুর এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেটির তিন আরোহী নিহত হন।  

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।