যশোর: একুশে আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে মোবাইল মেসেজে শোকবার্তা পাঠাচ্ছেন তরুণ আওয়ামী লীগ নেতা মোস্তফা আশীষ ইসলাম।
যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোস্তফা আশীষ সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে।
যশোর জেলার চৌগাছা উপজেলার মানুষের মোবাইল ফোনে যাবে এই বার্তা। যেখানে শহীদদের স্মরণ এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এবারই প্রথম নয়, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মোস্তফা আশীষ।
এর আগে, তরুণ এই নেতা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভয়েস কল পাঠান ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার মানুষের কাছে। এই প্রসঙ্গে মোস্তফা আশীষ ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ মানেই সবার সঙ্গে সম্পৃক্ত থাকা। প্রধানমন্ত্রী আমাদের দেখিয়েছেন, অতিমারির মধ্যেও কীভাবে সবার সঙ্গে ডিজিটালি কানেক্টেড থাকতে হয়। ডিজিটাল নেতৃত্ব কীভাবে দিতে হয় তিনি আমাদের শিখিয়েছেন। সেই মন্ত্রে মাঠপর্যায়ে আমরা জাতির জনকের আদর্শের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এনটি