ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বনানীর এমিকনে আগুন: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
বনানীর এমিকনে আগুন: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

ঢাকা: রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. নূর হাসানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ, পরিদর্শক শহিদুল ইসলাম ও সিনিয়র এসও মাহমুদুল হাসান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া কর্মকর্তা রায়হান হোসেন রোববার (২২ আগস্ট) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে আগুন লাগার কারণ সম্পর্কে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও পরে জানা সম্ভব হবে।

আরও পড়ুন: বনানীতে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা আগস্ট ২২, ২০২১
এসজেএ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।