সাভার (ঢাকা): ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি সাভারের কাউন্দিয়া এলাকায় তুরাগ নদে নেমে নিখোঁজ দুই কিশোরের।
রোববার (২২ আগস্ট) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরির একটি দল।
শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কাউন্দিয়া ইউনিয়নের ত্রিরিশ ফিটের বালুর চর এলাকায় তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা।
নিখোঁজ কিশোররা হলো- মিরপুর শাহআলী থানার ‘সি’ ব্লকের আলামিনের ছেলে আলভী ও আক্তারের ছেলে রিয়াদ। তাদের বয়স ১০-১২ এর ভেতরে। তারা দু’জনেই সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, মিরপুর এলাকা থেকে ছয় জনের একটি কিশোর দল কাউন্দিয়ার ওই এলাকায় ফুটবল খেলতে আসে। খেলা শেষে নদীতে গোসল করতে নামে সবাই। সে সময় কিশোর আলভী ও রিয়াদ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। রোববার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ আলভীর বাবা আলামিন বাংলানিউজকে বলেন, সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের আসার কথা থাকলেও এসেছে ৯টার দিকে। আর একজন ডুবুরি দিয়ে সন্ধান চালানো হচ্ছে, যেটা হতাশার। সন্ধান চালাতে আরও ডুবুরি বাড়ানো উচিত।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, যেখানে ওই দুই কিশোর নিখোঁজ হয়েছে, সেখানে পানির স্রোত বেশি। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। ডুবুরি দলের মোট চারজন উদ্ধার অভিযানে কাজ করছি। স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতায় রয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাহ আলম বাংলানিউজকে বলেন, সকাল থেকে উদ্ধার অভিযান চলছে। স্পিডবোট দিয়ে বিভিন্ন স্থানে পানিতে নেমে ডুবুরিরা কাজ করছেন। আমরা তাদের কাজে সহযোগিতা করছি।
** সাভারে তুরাগ নদে নেমে ২ কিশোর নিখোঁজ
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসআরএস