ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শিশু আলিফ ফিরলো বাবার কাছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
শিশু আলিফ ফিরলো বাবার কাছে শিশু আলিফ ফিরলো বাবার কাছে

ময়মনসিংহ: হারিয়ে যাওয়ার একদিন পর পুলিশের সহযোগিতায় শিশু আলিফ (৮) ফিরেছে বাবার কাছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা থেকে শিশু আলিফকে নিয়ে যান তার বাবা মো. কামাল হোসেন।

এর আগে ‘হারিয়ে যাওয়া মা-বাবাকে খুঁজছে শিশু আলিফ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় দেশের শীর্ষ স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমে।  

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, শিশু আলিফ তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানা মোড় এলাকায় জানালেও তথ্যটি সঠিক নয়।

মূলত শিশু আলিফের বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন লঙ্গাই গ্রামে। পথ ভুল করে গত ২৩ আগস্ট আলিফ বাসে উঠে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা চলে আসে। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করলে পুলিশ মঙ্গলবার দুপুরে শিশু আলিফকে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা ঢাকা বাইপাস মোড় এলাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

ওসি ফারুক হোসেন আরো জানান, খবর পেয়ে শিশুর বাবা মো. কামাল হোসেন থানায় এলে শিশু আলিফকে তার কাছে তুলে দেওয়া হয়েছে।

** রিয়ে যাওয়া মা-বাবাকে খুঁজছে শিশু আলিফ

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।