ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
গোবিন্দগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বজ্রপাতে রওশন আরা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের খলসী চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রওশন আরা ওই গ্রামের কৃষক আবুল হোসেনের স্ত্রী।  

স্থানীয়রা জানায়, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে গরু আনতে যান রওশন আরা। এ সময় বজ্রপাতে গরুসহ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।