ঢাকা: চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) হাসপাতাল ও মেডিক্যাল কলেজ নির্মাণের উদ্যোগকে আত্মঘাতী বলে মন্তব্য করেছে সেইভ ফিউচার বাংলাদেশ।
তারা সিআরবিতে হাসপাতাল করার সিদ্ধায় অবিলম্বে বাতিল করাসহ চার দফা দাবি জানিয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সিআরবিকে 'জাতীয় হেরিটেজ' হিসেবে ঘোষণা করতে হবে এবং সিআরবির প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহ্য সংরক্ষণের উদ্যাগে নিতে হবে; সিআরবিতে অবস্থিত বর্তমান রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালকে আধুনিকায়ন করে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে এবং যারা এই আত্মবিধ্বংসী উদ্যােগের সঙ্গে জড়িত হয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে জলবায়ু ও পরিবেশ কর্মী মোফাজ আহমেদ বলেন, চাইলেই অন্য জায়গায় একটি অত্যাধুনিক হাসপাতাল বানাতে পারবেন। কিন্তু এই সিআরবির মনোরম পরিবেশ একবার নষ্ট করলে আগামী ৫০ বছরেও কি তা ফিরিয়ে দিতে পারবেন?
জলবায়ু ও পরিবেশ কর্মী এবং সেইভ ফিউচার বাংলাদেশের প্রধান সমন্বয়ক নয়ন সরকার বলেন, আজকে দেশের সর্বত্রই পরিবেশ ধ্বংসের মহোৎসব চলছে। দেশের পরিবেশ ও প্রতিবেশকে সংকটাপন্ন করে কীভাবে টেকসই উন্নয়ন করা সম্ভব?
মানববন্ধনে সেইভ ফিউচার বাংলাদেশের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
ডিএন/কেএআর