ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার 

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলায় এক ছাত্রকে (৮) বলাৎকারের অভিযোগে মুবাশ্বির মিয়া (৩০) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার কুনিয়া এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।


মুবাশ্বির ওই উপজেলার কুনিয়া বর্শীকুড়া এলাকার কানযুল উলুম মাদরাসার শিক্ষক। বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার দক্ষিণপাড়া গ্রামে।  

ভুক্তভোগী শিশুটি কুনিয়া গ্রামের বাসিন্দা। সে গত আট মাস যাবত ওই মাদরাসায় অধ্যয়নরত ছিল। মাদরাসায় পড়ানোর ফাঁকে প্রায়ই তাকে বলাৎকার করতেন মুবাশ্বির। গত ২৫ আগস্ট শিশুটি এ ঘটনা পরিবার ও এলাকাবাসীকে জানায়। এরপর থেকেই মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্নভাবে শিশুটির পরিবারকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চাপ দেয় বলেও অভিযোগ রয়েছে।  

একপর্যায়ে শুক্রবার দুপুরের দিকে স্থানীয়ভাবে মীমাংসার জন্য দরবারের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুবাশ্বিরকে গ্রেফতার করে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মুবাশ্বিরকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।