খাগড়াছড়ি: নিখোঁজের একদিন পর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি লেক থেকে মো. নুর নবী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ আগষ্ট) সকালে ইছাছড়া মো. তাজুল ইসলামের লেক থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পেশায় বর্গাচাষী মো. নুর নবী বৃহস্পতিবার দুপুরের দিকে জমিতে কীটনাশক দেওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাড়ি ফিরেনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার (২৭ আগস্ট) সকালে তার মা রহিমা বেগম বাড়ির অদুরে মো. তাজুল ইসলামের লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
পরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দিলে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা তদন্তে বেরিয়ে আসবে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এডি/কেএআর