ঢাকা: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি নামে শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর রমনা থানার ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে ও চাঁদপুর জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি বিলাল হোসেন, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক তমাল তরুণ দাশ, বগুড়ার শেরপুর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান, যুগ্ম-সাধারণ সম্পাদক বাশার আল হামিদ, চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মো.আলী আক্কাছ।
সভায় সর্বসম্মতিক্রমে ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মতিউর রহমান মোল্লাকে আহ্বায়ক ও চাঁদপুরের বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের সহকারী জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে ৭১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
একইসঙ্গে সভা থেকে আগামী ১ বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
আরকেআর/কেএআর