ঢাকা: পুরান ঢাকার সূত্রাপুরের তনুগঞ্জ লেনের কুলুটোলায় হেলে পড়া ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার (২৭ আগস্ট) থেকে ভবনটির মূল অবকাঠামো ভাঙার কার্যক্রম শুরু হবে।
শুক্রবার (২৬ আগস্ট) থেকে ভবনটির দরজা-জানলা ভাঙার মাধ্যমে ছয়তলা ভবন ভাঙার প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
গত ১৯ তারিখ হাজী বাড়ি নামক ছয়তলা ভবনটি হেলে পড়লে সেদিনই রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, দক্ষিণ সিটির ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত কারিগরি কমিটির সভাপতি ও করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান ও সদস্য সচিব খায়রুল বাকের, ঢাকা জেলার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ডিএসসিসির ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত আঞ্চলিক কমিটির সভাপতি ও অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, সদস্য সচিব সাইফুল ইসলাম জয়, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ইমন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ও ডিপিডিসি'র শীর্ষস্থানীয় কর্মকর্তারা, স্থানীয় থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এরপর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় ভবনের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়। তিতাস গ্যাস লি. ভবনটির গ্যাস সংযোগ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরবর্তীতে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, সিটি করপোরেশনে ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত কারিগরি কমিটি ও আঞ্চলিক কমিটির সদস্যরা ভবনটি ঝুঁকিপূর্ণ বলে একমত পোষণ করেন এবং ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে স্টিকার সাটিয়ে দেন। পরবর্তীতে জেলা প্রশাসন ভবনটি সিলগালা করে দেয়।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
আরকেআর/কেএআর