মেহেরপুর: ১৪৯ কোটি টাকা ব্যয়ে মুজিবনগর-দর্শনা অঞ্চলিক ২৮ কিলোমিটার সড়কের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে মুজিবনগর কেন্দ্রে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল এ আঞ্চলিক মহাসড়কের উদ্বোধন করেন।
এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মনসুর আলম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ও সড়ক সার্কেল (কুস্টিয়া) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জাতির পিতার নামে নামকরণ মুজিবনগর। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার এখানে শপথ গ্রহণ করে। মুজিবনগর নামকরণের জন্য ৭১এর পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধীতা করেছিলো তারা এই মুজিবনগরের উন্নতি করেনি। এটি হচ্ছে বাংলাদেশ সৃষ্টির সূতিকাগার তাই এই এলাকাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পরে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালানার দায়িত্ব নিলো তখনই মুজিবনগরের উন্নয়ন শুরু হলো। কিন্তু ২০০১ সালে ষড়যন্ত্রর নির্বাচনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করা হলো। এরপরে মুজিবনগরের নির্মাণকাজ নিয়েও ষড়যন্ত্র করা হয়েছে।
ইতিহাসের বিকৃতিও করা হয়েছে এখানে। বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি তালিকা করে মুজিবনগর কমপ্লেক্সের আধুনিকায়নের কাজের পিপি শেষ পর্যায়ে রয়েছে। এই অর্থ বছরে এখানকার উন্নয়ন কাজ শুরু হবে। মুজিবনগরবাসীকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ সরকার থাকলে মুজিবনগরবাসীর উন্নয়ন হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম শাহিন, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
আরএ