ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকা ও বালুবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। উদ্ধার কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করার পর একের পর এক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসছে।
আহত ও নিহতের স্বজনদের খোঁজ নিতে ভিড় করছেন হাসপাতালে। এপর্যন্ত আটজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত ছয় যাত্রীকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে একটি মরদেহ পরিবারের লোকজন জোর করে হাসপাতাল থেকে নিয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে নিহতের স্বজনদের ধস্তাধস্তি হয়।
প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে কোনো রকম বিশৃংঙ্খল পরিবেশ যাতে সৃষ্টি না হয়। এবং নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মো. আবু সাঈদ শামীম বাংলানিউজকে বলেন, হাসপাতালের পরিবেশ শান্ত রাখতে আমরা চেষ্টা করছি। মরদেহগুলো শনাক্তে স্বজনদের খোঁজ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
আরএ