ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সালথার চুন্নু শেখের ছেলে হোসাইন শেখ (২০), একই এলাকার জয়নাল মোল্লার ছেলে হোসেন মোল্লা (২১), মান্নান মোল্লার ছেলে রেজাউল মোল্লা (৩৫), রশিদ মোল্লার ছেলে জাকির মোল্লা (২১) ও শ্যামল ফকিরের ছেলে রবিউল ফকির (২১)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক গৃহবধূ গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় তিনি সালথা থানায় একটি এজাহার দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এসআরএস