ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ক্লিনিকে শয্যা ১০, একরাতেই অস্ত্রপচার ১৪!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
ক্লিনিকে শয্যা ১০, একরাতেই অস্ত্রপচার ১৪!

যশোর: যশোরের চৌগাছায় স্বাস্থ্য বিভাগের নিয়মিত পরিদর্শনকালে দু’টি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) এবং প্যাথলজিক্যাল টেস্ট কার্যক্রম বন্ধ করে দিয়েছেন জেলা সিভিল সার্জন। এ সময় ১০ শয্যার পল্লবী ক্লিনিকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে ১৪ প্রসূতির সিজার হয়েছে বলেও জানতে পারেন তারা।

জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার নেতৃত্বে একটি দল চৌগাছা শহরের পল্লবী ক্লিনিক, নোভা এইড ক্লিনিক, মায়ের দোয়া ক্লিনিক, কপোতাক্ষ ক্লিনিক, মধুমতি প্রাইভেট হাসপাতাল ও বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত পরিদর্শন করে। নানা অনিয়ম ও অব্যবস্থাপানার কারণে পরে এই নির্দেশ দেওয়া হয়।

এ সময় যশোরের সহকারী সিভিল সার্জন ডা. শাহীনুর সামাদ, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফ আহমেদ ও চৌগাছার আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম তার সঙ্গে ছিলেন।

তিনি বলেন, শহরের ছয়টি বেসরকারি ক্লিনিকে নিয়মিত পরিদর্শন করা হয়েছে। এ সময় পর্যাপ্ত চিকিৎসক, নার্স না থাকাসহ বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে। শহরের পল্লবী ক্লিনিকে বৃহস্পতিবার রাতেই ১৪ প্রসূতিকে অস্ত্রপচার করা হয়েছে। এ বিষয়টিও আমাদের নজরে এসেছে। ক্লিনিক মালিকদের সেগুলি সংশোধন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া মধুমতি প্রাইভেট হাসপাতাল ও মায়ের দোয়া প্রাইভেট ক্লিনিক নামে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারকে (ওটি) এবং প্যাথলিজিক্যাল টেস্ট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
ইউজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।