ঢাকা: নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
শুক্রবার (২৭ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সংঘবদ্ধ গাড়িচোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় চোরাই করা ৩ টি পিকআপ ও ১ টি সিএনজি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
পিএম/ওএইচ/