ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসবাদ মোকাবিলায় একযোগে কাজ করবে বাংলাদেশ-জার্মানি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
সন্ত্রাসবাদ মোকাবিলায় একযোগে কাজ করবে বাংলাদেশ-জার্মানি

ঢাকা: সন্ত্রাসবাদ মোকাবিলায় একযোগে কাজ করবে বাংলাদেশ ও জার্মানি। বার্লিনে বাংলাদেশ-জার্মানি কৌশলগত সংলাপে এ আলোচনা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্লিনে আয়োজিত বাংলাদেশ-জার্মানি কৌশলগত সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের স্টেট সেক্রেটারি মিগুয়েল বার্জার নিজ দেশের নেতৃত্ব দেন।

উভয়পক্ষই বহুপাক্ষিকতার বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, সন্ত্রাসবাদ মোকাবিলা, নিরাপদ এবং নিয়মিত অভিবাসনের ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ২০২২ সালে এ দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।