মাগুরা: বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মাগুরায় বেড়েছে সাপের উপদ্রব। সাপের কামড়ে সদর উপজেলায় দু’জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ অগাস্ট) বিকেল থেকে রাত পৌনে ৯টার মধ্যে পৃথক দুটি ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের নাহিদ হোসেনকে (১৩) শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নিজ বাড়ির সামনে সাপে কামড় দেয়। সে ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।
অপরদিকে, জগদল ইউনিয়নের বেদ আকচি গ্রামের জাকির মোল্লাকে (৫২) শুক্রবার দিনগত রাত পৌনে ৯টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ কামড় দেয়। তিনি ওই গ্রামের মৃত আওয়াল মোল্লার ছেলে।
তাদের প্রথমে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান।
মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব হোসেন ও জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, মরদেহ দু’টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এমআরএ