ঢাকা: বহুদিন ঘরবন্দি থাকার পর গণপরিবহন ও যাত্রীদের ব্যস্ততায় চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর সড়ক-মহাসড়কগুলো। আর এর সঙ্গে শুরু হয়েছে চিরচেনা যানজট।
শুক্রবার (২৭ আগস্ট) তীব্র যানযটের দুর্বিষহ চিত্র দেখা গেছে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত।
গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলমান সড়ক সংস্কার যানজটের অন্যতম কারণ।
এছাড়া গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমে রাস্তা পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই যাত্রীরাও যত্রতত্র রাস্তা পার হচ্ছে। যার কারণে থেমে থেমে চলতে হচ্ছে সব যানবাহনকেই।
যত দ্রুত সম্ভব সড়কের এই মেরামত কাজ শেষ করে দুর্ভোগ কমানোই এখন নগরবাসীর মুখ্য চাহিদা।
বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এমআরএ