ঢাকা: গ্রামের দরিদ্র এক দিনমজুরকে নানাভাবে উত্ত্যক্ত করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক সমাধানের আয়োজন করলেন পুলিশ।
ভুক্তভোগী দিনমজুরকে গ্রামের মানুষের সামনে পথে-ঘাটে নানাভাবে অপদস্ত ও অপমান করতেন ওই ব্যক্তি।
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাসিন্দা এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে বার্তা পাঠিয়ে অভিযোগ করলে দ্রুত সময়ের মধ্যে পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেয়।
শুক্রবার (২৭ আগস্ট) পুলিশ সদস দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি এলাকার আরও অনেককেই তিনি বিভিন্ন সময়ে অপমান ও অপদস্ত করেছেন। এর ফলে অনেকের মধ্যেই একটি অসন্তোষ রয়েছে। এ বিষয়টি জানার পর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং জয়পুরহাটের পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেবকে নির্দেশনা দেয় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এরপর এলাকার গণ্যমাণ্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় এ বিষয়ে একটি স্থায়ী সমাধানের আয়োজন করা হয়।
তিনি জানান, পাঁচবিবি থানার ওসি ভিকটিমের সঙ্গে যোগাযোগ করেন। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দায়ের করতে বললে তিনি থানায় বা আদালতে কোনো অভিযোগ করতে অস্বীকৃতি জানান। সামাজিকভাবে একটি স্থায়ী সমাধানের জন্য তিনি অনুরোধ করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, পরবর্তীতে, ওসি পাঁচবিবির উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষ এ বিষয়ে একটি স্থায়ী সামাজিক সমাধানের আয়োজন করেন। অভিযুক্ত ও তার পক্ষের লোকজন নিশ্চিত করেছেন ভবিষ্যতে কখনো কারও সঙ্গে এ ধরনের কোনো আচরণের অভিযোগ আসবে না।
এ বিষয়ে একটি মুচলেকায় স্বাক্ষর দিয়েছেন অভিযুক্ত। অভিযুক্তকে জানানো হয়েছে, পুনরায় এ ধরনের কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ভুক্তভোগীর সর্বোচ্চ কল্যাণ ও সুরক্ষা বিবেচনায় প্রযোজ্য ক্ষেত্রে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও বিষয়াদির নাম পরিচয় প্রকাশ না করার পলিসি অনুসরণ করেছে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এসজেএ/এমআরএ