লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন এলাকায় মো. সফিক মোল্লা নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন রাত আড়াইটার দিকে বাংলানিউজকে ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয় লোকজন জানায়, সদর উপজেলার চর রমনী মোহন গ্রামের আসমত আলী সড়ক (কাঁচা) চলমান বর্ষায় চলাচলের অনুপোযোগী হয়ে ওঠে। সম্প্রতি তৌহিদ ও মমিনসহ কয়েকজন যুবক শ্রমিকদের দিয়ে ওই সড়ক মেরামত করান। এরপর ওই সড়কে চলাচলকৃত যানবাহন থেকে চাঁদা তুলতে থাকেন তারা। শুক্রবার বিকেলে অটোরিকশাচালক সফিক মোল্লা যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যান। এসময় সড়ক মেরামতকারীরা তার কাছে ২০০ টাকা চাইলে তিনি ১০০ টাকা দেন। সফিক ওই পথ দিয়ে ফেরার পথে তারা আবারও তার কাছ থেকে ৫০০ টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় তৌহিদ ও মমিনসহ ৭-৮ জন যুবক তাকে বেদম মারধর করেন। এতে সফিক আহত হলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে রাতে বাড়ি ফিরে কয়েকবার বমি করেন এর কিছুক্ষণ পরেই মারা যান তিনি।
ওসি মো. জসীম উদ্দীন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং ঘটনার তদন্তে মৃত্যুর মূল রহস্য জানা যাবে।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
আরএ