ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
বিজয়নগরে সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকাডুবির ঘটনায় প্রশাসনের নির্দেশনায় ওই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে।  

শনিবার (২৮ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসন এ নির্দেশনা জারি করে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আফসার জানান, নৌকাডুবির ঘটনায় সাময়িক সময়ের জন্য বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে নৌযান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের লইসকার বিলে যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষ হয়। এ ঘটনায়েএ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।