ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ভোঁদড়কে পিটিয়ে হত্যা, হত্যাকারীদের বনবিভাগের আইনি নোটিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
ভোঁদড়কে পিটিয়ে হত্যা, হত্যাকারীদের বনবিভাগের আইনি নোটিশ

সাতক্ষীরা: সুন্দরবন থেকে লোকালয়ে আসা একটি ভোঁদড়কে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই হত্যাকারীকে বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছে বনবিভাগ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পক্ষে ভোঁদড় হত্যার বিষয়ে জানতে চেয়ে এই নোটিশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, কি কারণে ভোঁদড়টিকে হত্যা করা হয়েছে তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।

জানা যায়, বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সুন্দরবন থেকে একটি ভোঁদড় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ির রবীন্দ্রনাথ ঠাকুর ও ঝন্টু বর্মনের পুকুরে আসে। এসময় ভোঁদড়টিকে জাল দিয়ে ধরে পিটিয়ে হত্যা করা হয়।

এদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরসহ যারা ভোঁদড় হত্যার সঙ্গে জড়িত তারা স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে স্টেশনে হাজির হয়ে ভোঁদড় হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর থেকে তদন্তে এসে যে ব্যবস্থা নিতে বলে সেটা করা হবে বলে জানিয়েছে বনবিভাগ।  

সম্প্রতি বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা ভারতে পাচারকালে ২টি ভোঁদড়, ১টি ঈগল ও ৬টি খরগোশ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্তির জন্য বনবিভাগের কাছে হস্তান্তর করে। গত রোববার বন্যপ্রাণিগুলো সুন্দরবনে অবমুক্ত করে বনবিভাগ। এর মাত্র তিনদিন পর একটি ভোঁদড় লোকালয়ে আসলে পিটিয়ে হত্যা করা হয়।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।