ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকের ধাক্কায় হাফেজ নুরুল ইসলাম মোল্লা (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ আগস্ট) রাতে গৌরনদী-গোপালগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।



নিহত নুরুল ইসলাম মোল্লা গ্রামের বাড়ি ওই উপজেলার পশ্চিম শাওড়ায়। তিনি পশ্চিম শাওড়া নুরানী মাদ্রাসার পরিচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন নুরুল ইসলাম। এসময় গৌরনদী-গোপালগঞ্জ সড়কের বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আগৈলঝাড়া উপজেলা থেকে ট্রা চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) সকালে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য নুরুল ইসলাম মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।