মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে বিপন্ন প্রজাতির একটি অজগর (Rock Python)।
শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসায় গাড়ির চাকায় পৃষ্ট হয় অজগর সাপটি।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে মৌলভীবাজার রোডের শ্রীমঙ্গল উপজেলায় বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে সাপটি রাতে পার্শ্ববর্তী লাউয়াছড়া বন থেকে বেরিয়ে সড়কে চলে আসে।
শুক্রবার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বাংলানিউজকে জানান, প্রতিনিয়তই খাবারের সন্ধানে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। কোনো কোনো সময় মানুষের হাতে আটকাও পড়ে। আবার কোনো সময় মানুষ না বুঝে এসব বন্যপ্রাণীকে নৃশংসভাবে হত্যা করে। অনেক বন্যপ্রাণী রাস্তা পার হতে গিয়ে চলন্ত যানবাহনের তলায় পড়ে মারা যায়।
গতকাল রাতেও এ অজগরটি খাবারের সন্ধানে হয়তো লোকালয়ে এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত অজগরটি গাড়ির চাকায় পৃষ্ট হয়ে নৃশংসভাবে মারা গেল। প্রায়শই বন্যপ্রাণীগুলো এভাবে মরছে। বিষয়টি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন সজল।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
বিবিবি/এএটি